শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফি লি স্তি নে গণ হ ত্যা র প্রতিবাদে জামায়াতে ইসলামীর বি ক্ষো ভ মিছিল পিতার ওপর প্রতিশোধ নিতে ফতুল্লায় শিশু পুত্রকে অপহরণ করে হত্যা বকেয়া বেতন চাওয়ায় নারী শ্রমিককে নির্যা তনের অভিযোগ সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী প্রত্যাহার আরাকান রোহীঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য গ্রেপ্তার দেশে ধ র্ষ ণে র ঘটনা বেড়ে যাওয়ার জন্য দায়ী শেখ হাসিনার প্রশাসন: আফরোজা আব্বাস বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবকদলের সং ঘ র্ষ: আহত ৭ মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি মামুন, সম্পাদক সম্রাট অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার শিশু আছিয়ার খুনিদের শাস্তির দাবিতে কাফনের কাপড় পড়ে মিছিল

নাসিকের মুক্ত মঞ্চকে বীরাঙ্গনার মঞ্চ নামকরণ করা হবে : মেয়র আইভী

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এদেশে মুক্তিযোদ্ধা চলাকালীন সময় অসংখ্য মা-বোনের ইজ্জতহানী হয়ে ছিলো। মা-বোনদের ধর্ষণ করা হয়েছে। এখন আমরা এই কথাকে লজ্জাবোধ করি।

ধর্ষিতা বলতে, লজ্জা কেনো ? লজ্জা কি আছে, ওরা আমাদের মা-বোনদের ধর্ষণ, অত্যাচার করেছে আঘাত করছে, সম্মানহানি করছে। সেই সময় আমাদের মা-বোনদের রাতভর নির্যাতন করেছে, ৬/৭ মাস খাবার খেতে দেয়নি। এখন আমরা ধর্ষিতা বলতে পারি না, বীরাঙ্গনার শব্দ বলতে পারি না। ওই সব নারীদের অবশ্যই আমাদের সম্মান করতে হবে। আমরা এখন ওই সব সম্মানিত নারীদের ভুলে যেতে চাচ্ছি? সবই কি পুরুষদের কৃর্তিত্ব, মা’দের মর্যাদা দিতে হবে।

যদি দেশে ‘মা’ না থাকে অনেকে জন্মের মুখও দেখতে পারবেন না। মা’ই একজন বলতে পারে তার সন্তানের পরিচয় কি। ইতিহাসে বীরাঙ্গনা নিয়ে লুকানো হচ্ছে। অনেকে বই লিখেন, যারা ফাইন্যান্স করে তার পক্ষে লেখা হচ্ছে, এটা ঠিক না। জল্লারপাড়া নাসিকের মুক্ত মঞ্চকে বীরাঙ্গনার মঞ্চ নামকরণ করা হবে।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনষ্টিটিউটে স্বাধীনতার ৫০ বছর বীরাঙ্গনার অবহেলা-অপমান এবার হোক অবসান শীর্ষখ ‘নারীপক্ষ’ আয়োজনে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চারুকলা ইনষ্টিটিউট পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট হাসানুর করিম চৌধুরী বাবুল, সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বি, সদস্য ও জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা নারায়ণগঞ্জ চারুকলা ইনষ্টিটিউটের অধ্যক্ষ সমিরণ চৌধুরী ও নারীপক্ষ সংগঠনের গীতা সাহা সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »