নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সোনারগাঁয়ের ১৩১টি কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা মার্কা নিয়ে আব্দুল্লাহ আল কায়সার পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা (লাঙ্গল) পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট। ৭ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁ পৌরসভার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৭৭১। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ১৪৯ জন ও নারী ভোটার ১ লাখ ৬৭ হাজার ৪৮৯ জন।
নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। তারা হলেন- কায়সার হাসনাত (নৌকা, আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (লাঙ্গল, জাতীয় পার্টি), মো: মজিবুর রহমান মানিক (ফুলের মালা, বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (একতারা, বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (নোঙ্গর, বিএনএফ), নারায়ণ দাস (কুলা, বিকল্প ধারার বাংলাদেশ), মো: আরিফ (ছড়ি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), এ.এইচ.এম মাসুদ (ঈগল, স্বতন্ত্র)।