নারায়ণগঞ্জে বিএনপির অন্তত ৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহর ও উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, ৫ জনকে আটক করা হয়েছে। মামলার ওয়ারেন্ট ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার আটক নেতা-কর্মীদের বুধবার (২৫ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার গ্রেপ্তার হন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিপন সিকদার, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইউনুস আলী, ফতুল্লা থানা যুবদলের নেতা দেলোয়ার হোসেন নয়ন ও আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের নেতা মুকুল ইসলাম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, রাতের আঁধারে বাড়ি থেকে উঠিয়ে এনে থানায় মামলায় জড়ানো হচ্ছে। ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলায় অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।