নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় তিনি ডিবি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদের ফেসবুক পেজে শামীম ওসমানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে ডিবি প্রধানের সাথে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে মধ্যাহ্ন ভোজে অংশ নিতে দেখা যায়।
গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যাওয়ার বিষয়ে শামীম ওসমান বলেন, দেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলো দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তাই পুলিশে ঢাকার দায়িত্বে যিনি আছেন এ বিষয়গুলো আমার কাছে যতটুকু নলেজে আছে সে বিষয়গুলো আমি তাকে জানাতে চাই। যারা দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশেকে এমন একটি জায়গায় নিতে চায়, যেখানে থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।
শামীম ওসমান বলেন, সেই দেশেই উন্নত হয়, যে দেশের সাধারণ মানুষ দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে ঘটতে চলছে এমন ঘটনা জানতে পারে। আর সেই বিষয়গুলো যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানায়। এটি সব দেশের মানুষরই দায়িত্ব। তাই আমি সংসদ সদস্য হিসেবে না, আওয়ামী লীগের কোনো নেতা হিসেবে না। এখানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি।
তিনি বলেন, যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি করি তাই বিভিন্ন খোঁজ খবর পাই। সেহেতু সেই তথ্যগুলো সঠিক কি না সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।
এর আগে গত ২০ নভেম্বর মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের আগে সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে—‘তোর মৃত্যুর সময় এসে গেছে’। কাদের ভয় দেখান? আমরা ’৭৫-এর পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে ভয় করি না।