হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে নগরীর চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে দলটির নেতারা লিফলেট বিতরণ শুরু করে। বঙ্গবন্ধু সড়ক হয়ে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে এসে কর্মসূচি শেষ করেন নেতৃবৃন্দরা।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল প্রমুখ।