শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলি স্তিনে ইস রায়েলী হাম লার প্রতিবাদে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ ফি লি স্তি নে হাম লার প্রতি বাদে ডিআইটিতে উলামা পরিষদের বি ক্ষো ভ সমাবেশ সিদ্ধিরগঞ্জে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফি লি স্তি নে গণ হ ত্যা র প্রতিবাদে জামায়াতে ইসলামীর বি ক্ষো ভ মিছিল পিতার ওপর প্রতিশোধ নিতে ফতুল্লায় শিশু পুত্রকে অপহরণ করে হত্যা বকেয়া বেতন চাওয়ায় নারী শ্রমিককে নির্যা তনের অভিযোগ সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী প্রত্যাহার আরাকান রোহীঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য গ্রেপ্তার দেশে ধ র্ষ ণে র ঘটনা বেড়ে যাওয়ার জন্য দায়ী শেখ হাসিনার প্রশাসন: আফরোজা আব্বাস বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবকদলের সং ঘ র্ষ: আহত ৭

ওরা বাংলাদেশকে প্যালেস্টাইন, গাজা বানাতে চায়: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৬৬ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। এ খবর আমার কাছে আছে। ঢাকা থেকে আমাকে পুলিশ প্রশাসন জানিয়েছে, আপনি সাবধানে চলেন। আমি একাই চলি। মৃত্যুর মালিক আল্লাহ। মেরে ফেললে মেরে ফেলবে।

সোমবার (৬ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় রওশন আরা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এটা জীবন হলো বলো? আমাকে মেরে ফেললে আমার মেয়ে কাঁদবে না? আমার ছেলে কাঁদবে না? আমার পরিবার কাঁদবে না? বাট ওই মৃত্যুর মধ্যেও যদি তোমার জন্য সুন্দর একটি দেশ দিয়ে যেতে পারি, ওটাই আমাদের সাকসেস। আমরা এটা চাই। আমরা তোমাদের সাহস চাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। তাই অনেক বড় বড় শক্তির নজর পড়েছে বাংলাদেশে। ওরা বাংলাদেশকে প্যালেস্টাইন, গাজা বানাতে চায়।’

শামীম ওসমান বলেন, ‘মানচিত্রে শকুনের ছায়া পড়েছে। থাবা দিবে কয়েকদিন পরে। আমাদের বয়স হয়ে গেছে। আমরা পারবো না। আমি ক্লিয়ার করে বলছি না, তোমরা টেনশন করবে। আগামী এক মাস খুব ক্রুশিয়াল। তোমাদের ভবিষ্যৎ আফগানিস্তান বা গাজা হবে কী না তা- এই এক মাসে নির্ধারিত হবে।’

তিনি বলেন, কয়েকদিন আগে ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশকে হত্যা করা হলো। পুলিশ তো কোনো দল করে না। তারা তাদের দায়িত্ব পালন করছিল। তাকে পিটিয়ে মেরে ফেলল। তারপর ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা তাকে চাপাতি দিয়ে কোপাল। চিফ জাস্টিসের বাসায় হামলা করল। মহিলাদের মিছিলে হামলা করা হলো। ওরা এখন চলন্ত বাসে আগুন দিচ্ছে। এর নাম কী রাজনীতি? যারা ক্ষমতায় আসার আগে পুলিশকে চাপাতি দিয়ে কুপিয়ে মারে; ক্ষমতায় আসলে কী করবে চিন্তা করো!

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে এমন কোনো রাস্তাঘাট নেই, স্কুল-কলেজ নেই যেখানে কাজ করিনি। ডিএনডির কাজ হয়েছে। পুরো বছর আগে পানির নিচে থাকত। জুন মাসে এটার কাজ শেষ হবে। এটি অসম্ভব সুন্দর একটি কাজ হবে। আমাদের প্ল্যান ছিল পাগলা থেকে নৌকায় উঠব শীতলক্ষ্যায় এসে নামব। লিংক রোডের কাজ হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক হবে এটা। এর সঙ্গে হবে আমার মায়ের নামে নাগিনা জোহা সড়ক। আরেকটা রাস্তা হবে পঞ্চবটী থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত।

তিনি বলেন, এ সমাজটাকে নষ্ট করে দিচ্ছে মাদক। এর বিরুদ্ধে তোমাদের দাঁড়াতে হবে। দেশকে ভালোবাসতে কোনো দল করার দরকার নেই। দেশকে ভালোবাসো। একটা কিছু করো দেশের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »