সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিজিটাল ভূমি জরিপে মামলা মোকদ্দমা একেবারেই কমে আসবে-ভূমি উপদেষ্টা নারায়ণগঞ্জে সড়ক দু-র্ঘ-ট-না-য় শিক্ষার্থী নি-হ-ত ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা ডিবির হাতে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকে হ-ত্যার চেষ্টা সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান-ওয়ন ওসমানসহ ৪৮ জনের নামে মামলার তালিকা রূপগঞ্জে মা-দ-ক স-ন্ত্রা-স ও চাঁ-দা-বা-জ-দের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সভা ফতুল্লায় মসজিদের ইমামকে রাজকীয় বিদায় রূপগঞ্জে লগি-বৈঠায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২২ বছরে পদার্পণ নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বি-স্ফো-র-ণ, দ-গ্ধ আরও একজনের মৃ-ত্যু

ওরা খেলবে ধ্বংসের পক্ষে, আমরা খেলবো উন্নয়নের পক্ষে: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫০ Time View
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান-ওয়ন ওসমানসহ ৪৮ জনের নামে মামলা

বঙ্গোপসাগরে বিভিন্ন পরাশক্তি ঘাটি করতে চাইছে বলে দাবি করছেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তাঁর ভাষ্য মতে, ঘাটি বাস্তবায়ন করতে পারলে আফগানিস্তান, সিরিয়ার মতো বাংলাদেশের মানুষের অবস্থা হবে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এক শোক সভায় এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘যেটা ইউক্রেন-সিরিয়ায় হয়েছে, আফগানস্থানে হয়েছে ৪০ বছর ধরে। ইজরাইল ইহুদিরা মুসলমানদের পাখির মতো গুলি করে মারছে, ৩৩টা দেশে নির্বাচন হচ্ছে। কৈ সেগুলো তো (পরাশক্তি) তাদের চোখে পড়ে না। তাহলে বাংলাদেশ কেন? কারণ বঙ্গোপসাগরে ঘাটি করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখনও আমেরিকা এসে বাংলাদেশের মার্টির নিচের গ্যাস বিক্রির প্রস্তাব দিয়ে ছিল। প্রধানমন্ত্রী বলেছিল, ৫০ বছরের গ্যাস রির্জাভ না রেখে আমি এক ফোটা গ্যাস বিক্রি করবো না।’

শামীম ওসমান বলেন, বাংলাদেশের মাটি আমার মায়ের মাটি। এই মাটিতে যারা পা রাখতে চায়, তাদের পা রাখতে দিবেন কি দিবেন না, সেটা আপনাদের ইচ্ছা। আমরাতো লড়াই করবো। লড়াই একটা হবে, ওরা অবশ্যই খেলবে। ওরা খেলবে অশান্তির পক্ষে আর আমরা খেলবো শান্তির পক্ষে। ওরা খেলবে সাম্প্রদায়িক শক্তির পক্ষে, আমরা খেলবো অসম্প্রদায়িক শক্তির পক্ষে। ওরা খেলবে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে আর আমরা খেলবো মুক্তিযোদ্ধের পক্ষের শক্তির পক্ষে। ওরা খেলবে ধ্বংসের পক্ষে, আমরা খেলবো উন্নয়নের পক্ষে। এই লড়াইয়ে আমাদের জয় সুনিশ্চিত।

শোক সভায় নেতাকর্মীদের সর্তক করে বলেন, অনেক নেতা-নেত্রী আছে, তারা এখন কথা বলছে না। তাঁরা রাজনীতি করতে এসেছে নিজেদের আখের গোছানোর জন্য।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম ও জিএম আরমান, মহানগর আওয়ামী যুব লীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »