নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন না দিতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে দাবি করেছেন ৷ তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷
বুধবার (১১ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ে আওয়ামী লীগের এক সভায় নারায়ণগঞ্জের প্রভাবশালী এ সংসদ সদস্য বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় দল, অনেক প্রার্থী থাকবে৷ কিন্তু কোন প্রার্থীর কারণে (দলের) শক্তি যেন বিভক্ত না হয়৷’
তিনি বলেন, ‘আমি নিজে কাগজে চিঠি লিখে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি যে আমাকে নমিনেশন দিয়েন না৷ সবাই তো চায়, আর আমি বলছি, দিয়েন না৷ আমাকে অন্যভাবে কাজে লাগাতে বলছি৷’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে খেলা হবে বলবো না, সারা বাংলাদেশে এইবার ফাটাফাটি হবে, ফাটাফাটি৷ ফাটাফাটি কারে বলে সময় হলে দেখাবো৷ কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি এবার। মৃত্যুর সাথে এপয়েন্টমেন্ট নিয়েছি। এ দেশ আপনার আমার। এদেশের জন্য আপনার আমার বাবা মা রক্ত দিয়েছে। আমরা আর বলব না খেলা হবে, ফাটাফাটি হবে এবার। সোনারগাঁ থেকে আমরা দেখাবো ফাটাফাটি কাকে বলে।’
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মারুফুল ইসলাম ঝলক, সোহাগ রনি, বাবুল ওমর বাবু, মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ প্রমুখ।