বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

২ দিনের রিমান্ডে মহানগর বিএনপির সদস্য সচিব টিপু

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে টিপুকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওছার আলমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সন্ধ্যায় রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি আবু আল ইউসুফ খান টিপুকে আদালতে আনা নেয়ার সময় টিপুসহ গ্রেফতার বিএনপির সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে শ্লোগান দেন জাতীয়তাবাদী মহিলা দল ও যুব মহিলা নেতৃবৃন্দ এবং সদস্যরা। এ সময় পুলিশের হেফাজতে থাকা আসামি টিপু তাদের হাত নেড়ে সংহতি প্রকাশ করে নিজেও শ্লোগান দেন।

এর আগে বুধবার (৮ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে শহরের বাস টার্মিনাল এলাকার মিছিলের প্রস্তুতির সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

টিপুর বিরুদ্ধে বিএনপি-জামায়াতের তিন দফা অবরোধ কর্মসূচিতে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »