নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিষদের ৮ম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রোববার (১২ নভেম্বর) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে সভায় রাজস্ব আদায়ের অগ্রগতি, জুলাই হতে সেপ্টেম্বর মাসের আয়-ব্যয় পর্যালোচনা, উন্নয়নমূলক কার্যক্রম (চলমান ও নতুন প্রকল্প) ও ভবিষ্যৎ পরিকল্পনা, পানি সরবরাহ বিভাগের নিয়মিত সেবা প্রদান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা, নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র সমূহ পরিচালনা এবং সেবা প্রদানসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
সভায় প্যানেল মেয়র আব্দুল করিম বাবুসহ সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।