বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার দুলাল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মো. হোসেন (২৫) ও একই থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ পিএমরোড এলাকার আলম মিয়ার ছেলে সিদ্ধিরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন ৪৯(২)২৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবিদ (২৮)।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১১ আগষ্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাতে বন্দর থানার উল্লেখিত দুইটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
বন্দর থানার এসআই ফয়েজ ও অপর এএসআই নজরুল পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে হোসেন ও আবিদ নামে দুই ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।