বন্দরে ২৬ কেঁজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাজু (২৬), মো. ইব্রাহীম (২৫), মো. দিদার (২৩), মো. জিসান (১৯)।
রবিবার (২০ আগষ্ট) মধ্যরাতে উপজেলার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে র্যাব-১১।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে। তারা সাধারন পথচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সরবরাহ করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গেস্খপ্তারকৃতদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।