আয়াত এডুকেশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন নারায়ণগঞ্জ প্রকল্পের আওতায় বন্দরে সাংবাদিকদের সাথে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ কবির হোসেন। নেটওয়ার্কিং সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মেহেবুব হোসেন, সহ-সাধারণ সম্পাদক জি এম সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, নির্বাহী সদস্য ইমরাণ মৃধা, সাবেক সহ-সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, দৈনিক নিউ ন্যাশনের প্রতিনিধি ও সদস্য মাহফুজুল আলম জাহিদ, দৈনিক নীর বাংলা বন্দর প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন ও নায়ারণগঞ্জের আলো পত্রিকার বন্দর প্রতিনিধি শহিদুল ইসলাম সিপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা ও নেটওয়ার্কিং সভার সভাপতি মোঃ কবির হোসেন বলেন, প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে যেকোন প্রচার ও প্রসারের জন্য আমরা (বন্দর প্রেসক্লাব) খুব আন্তরিক। আমরা আশা করছি এ প্রকল্পটি সম্পর্কে আরো বেশি প্রচারের জন্য বড় পরিসরে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ফার্মাসিস্টদেরসহ সর্বস্তরের মানুষদের নিয়ে একটা সচেতনতামূলক সভা আয়োজন করলে আরো ফলপ্রসু হবে। যার ফলে সুবিধাবঞ্চিত মানুষেরা এ সেবা সম্পর্কে জানতে পারবে এবং সেবার আওতায় আসার সুযোগ পাবে।
আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিক বলেন, গণমাধ্যম ও এর কর্মীরা যেকোন বিষয়ে গণসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তবে এই প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে এখনো কাঙ্খিত মাত্রায় সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা অনেক বেশি জরুরি। কারণ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২৯ কক্ষে যে সপ্তাহে ৩ দিন যে বহিঃবিভাগ সেবা দেয়া হয়, সেটাও অনেকেই জানে না। তাই প্রকল্পটির সফল বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার বিকল্প নেই। বক্তব্য উপস্থাপনের পর উপস্থিত স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রশ্ন-উত্তর সেশনে এ সংক্রান্ত নিজেদের মতামতগুলো তুলে ধরেন। সভায় আয়াত এডুকেশনের পক্ষ থেকে সভায় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি মবিলাইজার অনন্যা রহমান ও ফাহিম হোসেন।