বন্দরে মারমারি মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ওয়ারেন্টভূক্ত ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এদেরকে।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২নং মাধবপাশা এলাকার নাসির মন্ডলের ছেলে মারামারি মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মজিবুর রহমান ওরফে রানা মন্ডল (৩৮) পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে নন এফআইআর মামলার আসামী সুমন (৩০) ও তার বোন লিপি বেগম (৩৫) বন্দর থানার বনগন এলাকার মৃত ইয়াজ উদ্দিন মিয়ার ছেলে সিআর ওয়ারেন্টভূক্ত আসামী বকুল (৪২) সোনাকান্দা এলাকার হানিফ মিয়ার ছেলে জিআর মামলা ওয়ারেন্টভূক্ত আসামী রমজান (২৬) ও বন্দর কুশিয়ারা এলাকার ইউনুছ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী খাদিজা বেগম ওরফে লিজা (৩০)।