বন্দরে পথচারি মুন্না (২২) নামে এক যুবক নিহতের ঘটনায় থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা রুজু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আরিফ রেজা বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করেন।
নিহত পথচারি যুবক মুন্না রংপুর জেলার তারাগঞ্জ থানার শিকারপাড়া এলাকার অসিকুল মিয়ার ছেলে । এর আগে গত রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনটা দশ মিনিটে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা নামক এলাকায় এ র্দূঘটনাটি ঘটে।
দূর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহত পথচারি যুবকের মৃতদেহ উদ্ধার করে সংশ্লিস্ট মর্গে প্রেরণ করেছে।
দূর্ঘটনার পর ঘাতক চালক পলাতক রয়েছে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেলে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা গাড়ী চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় পথচারি যুবক মুন্নাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুত্বর জখম অবস্থায় সংশ্লিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে।