বন্দরে সড়ক দূর্ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ইসরাত জাহান তানহা (১৮) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত শিক্ষার্থী পিতা ফারুক ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে বারটায় বন্দর উপজেলার আন্দিরপাড়স্থ এশিয়ান হাইওয়ে সড়কে এ র্দূঘটনা ঘটে। যার মামলা নং- ৩(৯)২৩ ।
দূর্ঘটনার পর ঘাতক লরি চালক পলাতক রয়েছে। তবে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক লং ভেহিকেলটি জব্দ করেছে।নিহত শিক্ষার্থী ইসরাত জাহান তানহা রুপগঞ্জ থানার মাছিমপুর এলাকার ফারুক ভূইয়া মেয়ে।
মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদী ছোট মেয়ে ইসরাত জাহান তানহা ঢাকা খ ১১-৪২৬৯ নাম্বারের একটি সিএনজি যোগে তার বড় বোনের শ^শুড় বাড়ী বন্দর থানার মদনপুর এলাকায় যাওয়ার পথে আন্দিরপাড় এলাকায় আসলে ওই সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা ঢাকা মেট্রো ঢ ৮২-০১১২ নাম্বারের লং ভেহিকেলের সাথে মোখমুখি সংঘর্ষে উল্লেখিত শিক্ষার্থী ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে নিহতের স্বজনরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিত ভাবে আবেদন করলে হাইওয়ে থানা পুলিশ লিখিত আবেদনের প্রেক্ষিতে নারী শিক্ষার্থী মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।