বন্দরে ধামগড় ফাঁড়ি পুলিশ যৌতুক মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী হাবিবুর রহমান (৩০) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে সোমবার (২৩ অক্টোবর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত রোববার (২২ অক্টোবর) রাতে বন্দর উপজেলার কামতাল এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান উল্লেখিত এলাকার সিরাজুল ইসলাম ওরফে সাদেক মিয়ার ছেলে।
থানা সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।