বন্দরে জমি ক্রয় করার জের ধরে অজ্ঞাত নামা চাঁদাবাজ মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদাদাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ব্যাপারে ভূক্তভোগী নারী আক্তার বানু বাদী হয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে অজ্ঞাতনামা চাঁদাবাজকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে বুধবার (১৬ আগস্ট) বিকেল ৬টায় অজ্ঞাত নামা চাঁদাবাজের মোবাইল ফোন থেকে ওই হুমকি দেওয়ার ঘটনাটি ঘটে।
ভূক্তভোগী নারী আক্তার বানু জানান, গত ৯মাস পূর্বে অভিযোগের বাদিনী ভূক্তভোগী আক্তার বানু তার বড় ভাই রমজান আলী নিকট হইতে বন্দর উপজেলার দাঁশেরগাও স্ট্যান্ডের পূর্বপাশে ৭ শতাংশ জায়গা ক্রয় করে। আক্তার বানু জায়গা ক্রয় করার পর থেকে অজ্ঞাত নামা বিবাদী বিভিন্ন সময়ে ০১৭-৫৬৭৫৯১৭১ নাম্বার থেকে ভূক্তভোগী নারী ব্যবহারকৃত মোবাইল ফোনে নানা ভাবে হুমকি দামকি দিয়ে আসছিল।
এর ধারাবাহিকতায় গত বুধবার (১৬ আগষ্ট) বিকেল ৬টায় অজ্ঞাত নামা বিবাদী উল্লেখিত মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালিসহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেলে অজ্ঞাত নামা বিবাদী আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়। অজ্ঞাত নামা চাঁদাবাজের হমকি দামকি কারনে আমিসহ আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।