বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চো রা ই তেলের আস্তা নায় অভি যান: জ্বালানী তেল জ ব্দ: ৫ মা ম লা দায়ের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিতদের সাথে ইসলামী আন্দোলনের সৌজন্য সাক্ষাত মানুষ বিএনপির সদস্য পদ সংগ্রহের জন্য স্বাচ্ছন্দে এগিয়ে আসছেন: গিয়াসউদ্দিন জুলাই আমাদের গর্বের মাস: শিক্ষা উপদেষ্টা রিকশা চালক তুহিন হত্যা মামলায় আইভীর ২ রিমান্ড মঞ্জুর মশারি টানিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি পালিত উপদেষ্টাকে জড়িয়ে কাঁদলেন শিশু রিয়া গোপের মা পিআর পদ্ধিতিতে নির্বাচন হলে কোনো ভোট নষ্ট হবে না: মুফতি মাসুম বিল্লাহ স্ত্রীকে হ ত্যা র পর স্বামীর আত্মসমর্পণ রূপগঞ্জের এশিয়ান স্কুলে শিক্ষার মানোন্নয়নে সভা

বন্দরে মুদি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

বন্দর উপজেলার গকুল দাসের বাগ এলাকার মো. মাইনুদ্দিন (৫২) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের সদস্যরা বলছে, মৃত্যুর বিষয়টি রহস্যজনক।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বেলা এগারো টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইনুদ্দিন নারায়ণগঞ্জ বন্দর থানার গকুল দাসের বাগ এলাকার মৃত. নুর উদ্দিনের ছেলে।

নিহতের ভাই আতাউর রহমান জানান, তাঁর ভাই প্রতিদিনের মতো সোমবার রাতেও মুদি দোকান বন্ধ করে বাসায় ফেরেন। এরপর তাঁর ভাবীর তামান্নার সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এরপর তাঁর ভাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠার জন্য ডাতে গেলে বিছানার ওপর পড়ে থাকতে দেখে দ্রুত মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আতাউর রহমান বলেন, ‘রাতে আমার ভাইকে কেউ মেরে ফেলেছে না অন্য কোন ঘটনায় মৃত্যু হয়েছে বিষয়টি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। আমরা এখন থানায় যাচ্ছি, এই ঘটনার পুলিশি সহায়তার জন্য আমরা থানায় যাচ্ছি।’

যদিও এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, এখনো এ বিষয়ে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। আসলে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহ ইনচার্জ মো. মাসুদ জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »