বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরে পৃথক ওয়ারেন্টে পলাতক ২ নারী আসামীসহ গ্রেপ্তার ৬

বন্দর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ Time View

বন্দরে ২ নারী পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্ট আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এদেরকে ।

গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর উপজেলার বালিগাও এলাকার ইমান আলী মিয়ার ২ ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল আউয়াল (৬৫) ও তার ছোট ভাই আলী মিয়া (৫৫) একই এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ছেলে নাজমুল (৪০) ও তার বড় দুই বোন মালেহা বেগম (৫৩) ও জোসনা বেগম (৪৮) একই উপজেলার দক্ষিন কুলচরিত্র এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে আব্দুল রাজ্জাক (৪০)। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল আলম পাটোয়ারী এবং এএসআই নজরুলসহ সঙ্গীয় র্ফোস পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে দুই নারী পলাতক আসামীসহ উল্লেখিত ৬ ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »