বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত সাইদুল ইসলাম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফয়সাল (২৮) ও একই থানার নোয়াদ্দা এলাকার মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর (৪৩)। এ ছাড়াও আটককৃত যুবকরা হলো বন্দর থানার ২৬নং ওয়ার্ডের সোনাচড়া এলাকার জাহিদ মিয়ার ছেলে আবু সাঈদ (১৮) ও একই এলাকার লিয়াকত আলী রাজু মিয়ার ছেলে মেহেদী হাসান (১৯)।
গ্রেপ্তারকৃত ৪ জনের মধ্যে ফয়সাল ও জাহাঙ্গীরকে পৃথক ওয়ারেন্টে ও অপর আটককৃত সন্দেহভাজন দুই যুবককে বুধবার (৮ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৭ নভেম্বর) বন্দর থানার কুড়িপাড়া, সোনাচড়া ও নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।