বন্দরে ১ কেঁজি গাঁজাসহ শাহীন ওরফে টেগরা শাহীন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহীন বন্দর উপজেলার তাজপুর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) রাত পৌনে ৩টায় বন্দর উপজেলার তাজপুরস্থ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।
গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-৬৩(১০)২৩।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী টেগরা শাহীন দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।