নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, বন্দর উপজেলায় একটি কৃষি বিদ্যালয় গড়ে তুলবেন। বন্দর মিনারবাড়ী এলাকায় মিরকুন্ডী স্কুলের নবনির্মিত দুইটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মিরকুন্ডী স্কুল প্রাঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে এমপি সেলিম ওসমান জানান, শামসুজ্জোহা স্কুলটিকে কৃষি বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে এবং সরকারি স্বীকৃতি দেয়ার ব্যবস্থা করা হবে।
সেলিম ওসমান বলেন, পাশেই শামসুজ্জোহা স্কুল রয়েছে। আমি চিন্তা করছি, তবে সময় পচ্ছি না; এটাকে স্কুল এন্ড কলেজের পাশাপাশি কৃষি বিদ্যালয় হিসেবে ডিক্লিয়ারেশন দেয়ার ব্যবস্থা করতে হবে। যাতে প্রত্যেকে চাষাবাদ করতে পারে। আপনি আমাকে এমপি বলবেন, একজন ব্যবসায়ী বলবেন, আমি সবচেয়ে বেশি খুশি হবো যদি আপনি আমাকে একজন কৃষক বলেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না।
তিনি বলেন, মাদককে দুরে রাখতে প্রতিটি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। অভিভাবকরা, প্রতিদিন বাচ্চাদের ঘুম থেকে উঠার পর অন্তুত ৯মিনিট তাদের সময় দিবেন। আমার মা কখনো আমাদের ফজরের আজানের পর ঘুমাতে দেন নাই। কোন অবস্থাতেই দিতেন না। ঘুমের ভান করলে তাল পাখার হাতল দিয়ে বাড়ি মেরে উঠিয়ে দিতো। কিন্তু আজকে দেখি অনেক বাবা মসজিদে গিয়ে বড় বড় কথা বলতেছে, অথচ তার নিজের বাচ্চা বেলা পর্যন্ত বাড়িতে ঘুমাচ্ছে। মাঝে মাঝে দুঃখ লাগে, যারা ফজরের ওয়াক্তে মসজিদে সামনের কাতারে নামাজ পরে, জুম্মার সময় তাদের দেখা যায় বাইরে চাদর বিছায়ে নামাজ পরতে। আর নতুন নতুন নামাজিরা শুক্রবার দিন ইমাম সাহেবের পিছনের জায়গা লইয়া ধাক্কা-ধাক্কি করে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো আক্তারুজ্জামান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফজাল হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ ড. রুমন রেজা প্রমুখ।