বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সৈকত (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে সাহাদাত নামে অপর এক মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী সৈকত বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার বাহাউদ্দিন মিয়ার ছেলে।
পলাতক মাদক ব্যবসায়ী সাহাদাত একই এলাকার মৃত সাহাবুদ্দিন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সৈকতকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরন করছে পুলিশ।
এর আগে গত সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা বাংলালিংক টাওয়ারের পাশে জৈনক হাজী এজাজুল হকের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ উল্লেখিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই মোহাম্মদ ফয়েজ হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসারী সৈকতসহ ২ জনের নাম উল্লেখ্য কওে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং- ১২(১২)২৩।
থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসারী সৈকত ও পলাতক আসামী সাহাদাত দীর্ঘদিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট সহ সৈকত কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।