বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মেরাজ (২৩) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে রোববার (২৫ অক্টোবর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী মেরাজ পুরান বন্দর চৌধূরী বাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (১৪ অক্টোবর) রাতে বন্দর চৌধূরী বাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ইয়াবা উদ্ধারের ঘটনায় এসআই আহাদুজ্জামান বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৭(১০)২৩। থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মেরাজ দীর্ঘ দিন ধরে পুরান বন্দর চৌধূরীবাড়ী, কাজীবাড়ীসহ এর আশে পাশে এলাকায় অবাধে ফেরি করে ইয়াবা বিক্রি করে আসছিল। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।