নারায়ণগঞ্জের বন্দরে অটোগাড়ী ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ২ ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত রোববার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার ধামগড় ইস্পাহানী বাজারের সামনে থেকে ছিনতাইকৃত অটোগাড়ীসহ এদেরকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারিরা হলো বন্দর থানার ২৬নং ওয়ার্ডের রামনগর এলাকার সামু ডাকাতের ছেলে চিহিৃত ছিনতাইকারি জাবেদ (২২) ও একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে সাজ্জাদ (২১)। আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রত্যেক্ষদশি সূত্রে জানাগেছে, আটককৃত ছিনতাইকারিরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় ডাকাতি ছিনতাই করে আসছিল। গত রোববার রাতে উল্লেখিত ২ ছিনতাইকারি ইস্পাহানী বাজার এলাকায় অজ্ঞাত নামা এক চালককে বেদম ভাবে মারধর করে তার ব্যবহৃত অটোগাড়ীটি ছিনতাই করে পালানোর চেষ্টা কালে স্থানীয় জনতা ২ ছিনতাইকারিকে আটক করে ধামগড় ফাঁড়ি পুলিশে সোর্পদ করে।
পুলিশ জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত ছিনতাইকারিরা থানা হাজতে আটক আছে।