নভেম্বর মাসের কার্য সম্পাদনে বন্দর থানার কর্মরত উপ-পরিদর্শক (নিরস্ত্র) সাইফুল পাটোয়ারী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তিনবার নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারী) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নভেম্বর ও ডিসেম্বর ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ৫১টি ওয়ারেন্ট তামিল/নিষ্পত্তিসহ সামগ্রিক মূল্যায়নে তিনি নির্বাচিত হন। এসময় উপ-পরিদর্শক (এসআই) সাইফুল পাটোয়ারীকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)।
উপ-পরিদর্শক (এসআই) সাইফুল পাটোয়ারী বন্দর থানায় যোগদানের পর থেকেই পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, এলাকার মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, অবৈধ জমি দখলসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে আসছেন। তারই অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরষ্কৃত হলেন সাইফুল পাটোয়ারী। এর আগে আরও দু’বার তিনি নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছিলেন।