বন্দরে ৫ কেঁজী গাঁজাসহ কুমিল্লা মাদক কারবারী ইয়াকুব বশির (৪৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতকে বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ রুজুকৃত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ২টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইয়াকুব বশির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভাস্থ রামরায় এলাকার মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে। গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব-১১ আদমজীনগরের উপ-পরিদর্শক অনিক ব্যানার্জী বাদী হয়ে বুধবার দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
যার মামলা নং- ৪২(৯)২৩। মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার এসআই আব্দুল সামাদ জানান, র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে একটি কালো স্কুল ব্যাগে রক্ষিত ৫ কেঁজি গাঁজাসহ কুমিল্লা মাদক ব্যবসায়ী ইয়াকুব বশিরকে গ্রেপ্তার করে দুপুরে বন্দর থানায় সোর্পদ করে। গ্রেপ্তারকৃতকে ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়।