ফতুল্লায় ২৫ গ্রাম হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার আল-বারাকা আবাসিক এলাকার শরীফ হোসেনের ভাড়াটিয়া মৃত হজরত আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম (৪৮),নারায়নগঞ্জ সদর থানার পাইকপাড়ার মৃত আফাজ উদ্দিনের পুত্র মোঃ আয়াত উল্লাহ (৩৮) ও একই এলাকার মৃত মুরাদ মিয়ার পুত্র মোঃ রফিক (৫৫)।
সোমবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় তাদের কে ফতুল্লা মডেল থানার গোয়ালবন্দ আবাসীক এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের বিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান,সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান,মামুনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার গোয়ালবন্দ আবাসীক এলাকায় অভিযান চালিয় ২৫ গ্রাম (২৫০ পুরিয়া) হেরোইন সহ শফিকুল ইসলাম, আয়াতউল্লাহ ও রফিক কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক মামলা দায়ের সহ গ্রেপ্তারকৃতদের সোপর্দ করেছে।