ফতুল্লার মাসদাইর থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ মোঃ রনি (৩৮) নামের এক যুবক কে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত মোঃ রনি ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর ঘোষেরবাগের মোঃ আক্তার হোসেনের পুত্র।
মঙ্গলবার বিকেলে তাকে ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর ঘোষেরবাগের হাজী আফজাল হোসেন সড়কের সামনে থেকে গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল আহমেদ দিপু,সহকারী উপপরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিলেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইর ঘোষেরবাগের আফজাল হোসেন সড়কের সামনের গলিতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ রনি কে গ্রেফতার করে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।