ফতুল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে দুই শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত দুই শীর্ষ নারী মাদক ব্যবসায়ী হলো- ফতুল্লা মডেল থানার বক্তাবলী চর রাজাপুর এলাকার মৃত আলী মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৬০), জেলার সদর থানার আমলাপাড়ার মো. ইসলামের স্ত্রী ফাতেমা ইসলাম (৫৯)।
তাদের দুই সহযোগী হলো- ফতুল্লা মডেল থানার মুসলমিনগর নতুন বাজারের মৃত ইসলাম মাতবরের পুত্র জাহাঙ্গীর (৪৫) ও একই থানার এনায়েত নগরের জাহাঙ্গীরের পুত্র মো. মাহিম (২২)।
জানা যায়, রোববার (২৭ আগষ্ট) বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, সহাকরী উপপরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা মডেল থানার মুসলিম নগর নতিন বাজার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজা সহ ফাতেমা ইসলাম, জাহাঙ্গীর ও মো. মাহিমকে গ্রেপ্তার করে।
পরবতর্তীতে বিকেল ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার বক্তাবলী চর রাজাপুর এলাকয় অভিযান চালিয়ে অপর শির্ষ মাদক ব্যবসায়ী জমিলা খাতুন কে ১ শত পুরিয়া হেরোইন সহ গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছে।