আঃ রাজ্জাক (৫৫) নামের এক রাজমিস্ত্রীর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ফতুল্লার পাগলার নুরবাগস্থ জয়নাল আবেদীনের ৫ম তলা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
নিহতের পুত্র আকাশ (২২) জানায়, তার মা পাঁচ মাস পূর্বে মারা যায়। বাবা কে নিয়ে সে এই বাসায় থাকতো। নবাবপুর একটি দোকানে চাকুরি করা আকাশ জানায়, তার বাবা এক সময় রাজমিস্ত্রীর কাজ করলে ও বর্তমানে বাসায় থাকতো। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে সে দোকান থেকে বাসায় ফিরে এসে দেখে ঘর তালাবদ্ধ। তখন সে তার খালার বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে আবারো রাত সাড়ে ১২ টার দিকে বাসায় ফিরে এসে তালাবদ্ধ দেখতে পেয়ে এক বন্ধুর বাসায় গিয়ে রাত্রিযাপন করে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বাসায় ফিরে তালাবদ্ধ দেখতে পেয়ে বন্ধু কে নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পাই খাটের উপর হাত-পা বাধা অবস্থায় তার বাবার মৃত দেহ। হাত- পা বেধে মাথায় আঘাত করে তার বাবা কে হত্যা করে বাইরে থেকে ফ্ল্যাটে তালা মেরে রাখা হয়। নিহত আঃ রাজ্জাক শরিয়তপুরের মৃত আব্দুল খাঁ’র পুত্র। সে তার পুত্র কে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতো।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িতেদর সনাক্তসহ রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।