ফতুল্লায় আল মামুন হত্যাকান্ডের ঘটনায় আসামি শিমা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
সোমবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
এর আগে ৮ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিমা এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
তাকে জিজ্ঞাসাবাদ ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, আসামিদের সহিত নিহত ভিকটিম আল-মামুনের মাদক ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে আসামি শিমা বেগম ও তার অন্যান্য সহযোগীরা মিলে গত ২০২২ সালের ৫ ডিসেম্বর ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর স্টেডিয়াম রোড এলাকায় আল-মামুনকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র ছোরা, চাকু, সুইচ গিয়ার, লোহার রড ও লাঠি-শোটা দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামুনের পিতা মোঃ বাবুল মিয়া ৬ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।