ফতুল্লার দাপা এলাকার শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী হত্যাসহ বহু সংখ্যক মামলার আসামি আল আমিন (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর সকালে দাপা ইদ্রাকপুর এলাকার নিজ বাড়ি থেকে আল আমিন কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন ফতুল্লার দাপা ইদ্রাকপুর পাকিস্তান বিল্ডিং গলির মৃত দীন ইসলামের পুত্র।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর সকাল ছয়টার দিকে দাপা ইদ্রাকপুরস্থ নিজ বাড়ীতে অভিযান চালিয়ে আল আমিন কে গ্রেফতার করা হয়। তবে এ সময় পাওয়া যায়নি কোন মাদক। তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট ছিলো।