ফতুল্লায় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী ইজিবাইকের নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে। এর আগে সোমবার (১৬ অক্টোবর) ভোর ৫টায় ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় ওই ঘটনা ঘটে। প্রথমে আহত অবস্থায় শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃতঘোষনা করেন।
নিহত শিশুর নাম তমা (৭)। সে গাইবান্ধা গোবিন্দগঞ্জের হারিরাম ইউনিয়নের আমপুরা গ্রামের তছলিম মিয়ার মেয়ে। তারা স্বপরিবারে ফতুল্লার কাশিপুর ভোলাইল মিষ্টির দোকান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব মাহমুদ জানান, তমা ঘুম থেকে উঠে বাসার সামনে গেইটের কাছে দাড়াতেই বেপরোয়া গতিতে আসা ইজিবাইক (বেটারী চালিত অবৈধ বাহন) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন আশপাশের লোকজন তমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক ইজিবাইক চালককের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় মামলা হবে।