নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমন (২২) হত্যা মামলার পলাতক আসামি হান্নান (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগষ্ট) ফতুল্লা থানার দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় তাকে। হান্নান ওই এলাকার লিটনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি হান্নান ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিমইমন (২২) কে হত্যা করে। হত্যার পর আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় এবং পলাতক থাকে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় হান্নানকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানান, ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।