ফতুল্লার ভুইগড়ে পুকুরে গোসল করতে গিয়ে আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে পানিতে ডুবে কাজী জারিফ (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জারিপ ভুইগড় অরিজিন স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র।
জানা গেছে, নিহত জারিপ স্কুল শেষে বাসায় ফিরে তার এক বন্ধু সহ বাসার পাশের পুকুরে গোসল করতে নেমে ডুব দেয়। কিন্তু সাঁতার না জানায় তলিয়ে যায়। সাথে থাকা বন্ধু অনেকক্ষণ তার অপেক্ষা করে খোঁজ না পেয়ে তার বাবা আমান উল্লাহ কে ডাকে।
স্থানীয় প্রতিবেশী আমান উল্লাহ পুকুরে নেমে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জারিপের নিথর দেহ উদ্ধার করে তাৎক্ষডুক সাইনবোর্ড প্রো-এক্টিভ হসপিটালে নিয়ে গেলে হসপিটালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাবার নাম আমিনুল ইসলাম। গ্রামের বাড়ি কুমিল্লা। তারা দীর্ঘদিন ভুইগড়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।