জেলা পরিষদের সামনে থেকে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ডিবি,সদর জোন) আল -মামুন জানান, দুপুর একটার দিকে বিএনপি নেত নজরুল ইসলাম পান্না মোল্লাকে চাদমারীর জেলা পরিষদের সামনে থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
বিএনপরি একটি সূত্র জানায়, মামলার হাজিরা দিয়ে বের হওয়ার সময় আদালতের বাইরে জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নজরুল ইসলাম পান্না মোল্লার গ্রেফতারে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানান, ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করছে। সরকার ভয় পেয়ে এই হামলা, মামলা ও গ্রেফতারের মতো কর্মকান্ডে লিপ্ত হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা হামলা, মামলা, গ্রেফতার ভয় পায় না। এ সকল কিছু উপেক্ষা করে ২৮ অক্টোবর বিএনপির নেতা- কর্মীরা ঢাকায় মহাসমাবেশে যোগ দিয়ে এ সরকারে পতন ঘটাবে বলে তিনি মনে করেন। নজরুল ইসলাম পান্না মোল্লা গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবী জানান।