নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী এ কে এম শামীম ওসমান নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেয়ার সময়ে ঢিল ছুড়ে মারা হয়। এতে এক নারী রক্তাক্ত জখম হয়েছে। আহত ওই নারীর নাম লিপি বেগম।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার দাপা উচ্চ বিদ্যালয়ো বালুর মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, উঠান বৈঠকে এমপি শামীম ওসমান বক্তব্য রাখছিলেন। এ সময় বক্তব্য চলাকালে দুটি ঢিল ছুড়ে মারা হয়। এতে ওই সভায় উপস্থিত এক নারীর মাথা ফেটে রক্তাক্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। এছাড়া আনন্দ টিভির ক্যামেরা পারসন সাব্বিরের শরীরে আরেকটি ঢিল পড়েছে।
এ সময় শামীম ওসমান রাগান্বিত স্বরে বললেন, দুটি ঢিল পড়েছে। আমার প্রোগ্রামে ঢিল ছুড়ে মেরেছে, কে মেরেছে বের হয়ে যাবে। এক বোন আমার নির্বাচনী প্রচারণায় এসে আহত হয়েছেন, অনেক কষ্টে মেজাজ ধরে রেখেছি।
এই ঘটনার কিছুক্ষণ পরে জানতে পারে কোনো এক ছোট বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছুড়ে মেরেছে। পরে উপস্থিত সবাই শান্ত হন।