আমরা নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করতে চাই। সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই, এজন্য সবাইকে অন্তরিক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা তার দিক নিদর্শনায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
ফতুল্লায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল এসব কথা বলেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাতে ফতুল্লা ডিআইটি মাঠে অবস্থিত মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক, এড. হাসান ফেরদৌস জুয়েল, সহ-সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু, দিলিপ কুমার মন্ডল, আবু মোঃ শরীফুল হক, নীল রতন দাস, মুক্তিযোদ্ধা শাহজাহান, মোবারক হোসেন চৌধুরী হান্না,কাজল চৌধুরী ও রাসেল চৌধুরী প্রমুখ।