নারায়ণগঞ্জের ফতুল্লার চাঞ্চল্যকর আবজাল প্রধান হত্যাকান্ডের মূলহোতা দুই র্শীষ কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩০) ও রায়হান ওরফে হিটলার রায়হান (২৫)। শুক্রবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে র্যাব-১১’র সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৬ এপ্রিল আবজাল প্রধানকে পূর্বশত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে পলাতক থাকে। এরই প্রেক্ষিতে র্যাব-১১’র গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল ও রায়হান ওরফে হিটলার রায়হানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করে এবং গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার কিলার গ্রুপের সদস্য। তারা টাকার বিনিময়ে বিভিন্ন কিলিং মিশনে অংশগ্রহণ করে। আসামী রাসেল ওরফে বিয়াইস্তা রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা ও রায়হান ওরফে হিটলার রায়হানের বিরুদ্ধে একই থানায় ২টি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।