নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ থেকে শামীম ওসমানকে নৌকার মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন এমপি পুত্র ইমতিনান ওসমান অয়ন। এছাড়া সন্ধ্যায় নগরীতে নৌকার শ্লোগানে অয়ন ওসমানের পক্ষে মিছিল করেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সরকারি তোলারাম কলেজ থেকে ওই মিছিল শুরু হয়ে চাষাঢ়া গোল চত্বর ঘুরে বঙ্গবন্ধু সড়কের প্রধান প্রধান জায়গায় প্রদক্ষিণ করে। পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিয়ে ফের মিছিল নিয়ে তোলারাম কলেজে গিয়ে শেষ করেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও তোলারাম কলেজ শাখার সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজাদুজ্জামান, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান, তোলারাম কলেজ ছাত্রলীগ নেতা সার্থক আহম্মেদ তোফা, মেহেদী হাসান প্রিন্স, শফিকুল ইসলাম অয়ন, রাকিবুল ইসলাম রবিন, সৈয়দ মানিক, বেলায়েত হোসেন অনিক, সিয়াম, শুভ, অর্পন, মানিক, আপন, মুন্না, রিফাত ও অমি সহ নেতাবৃন্দ।