বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :

মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. তৈমুর আলম খন্দকার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪৬ Time View

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এসময় অ্যাডভোকেট তৈমূর আলমের সাথে তার সহধর্মিনী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশ আমাকে গরুর মতো পিটিয়েছে, আমাকে গলা চেপে ধরেছে। গুলি খেয়ে আমি পরে রয়েছি। কোর্ট থেকে সাদা পোশাকে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। ২০০৫ সালে মাত্র পাঁচ ঘন্টা আগে দলীয় সিদ্ধান্তে মেয়র পদের প্রার্থীতা থেকে আমাকে সড়ে যেতে হয়েছে। এসব কিছু আপনারা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। মিছিল-মিটিং সবকিছু আপনারা করেছেন। এইজন্যে নারায়ণগঞ্জের সাংবাদিকদের কাছে আমি চিরঋণী।

তিনি বলেন, সাহাবীরা নিজের জান বাঁচাতে মক্কা নগরী ছেড়ে মদীনাতে আসেন। সেখানে আল্লাহ তাদের অনেক সম্মানের অধিকারী করেন। বিএনপি আমাকে অত্যাচার করে, লাঞ্চিত করে দল থেকে বিতাড়িত করেছে। এরপর আল্লাহ আমাকে তৃণমূল বিএনপির মহাসচিব হবার সুযোগ করে সম্মানের অধিকারী করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »