জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- ছেলে ইমতিনান ওসমান অয়ন।
মনোনয়ন জমা দেয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জনগনের প্রতি আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আমাকে দিয়েন না; কিন্তু ভোট কেন্দ্রে আসেন। কারণ এটা আপনার অধিকার। আপনি আপনার অধিকারটা নষ্ট কইরেন না। আধাঘন্টা হয়তো কষ্ট হবে আপনার, কিন্তু ভোটটা দেন।’
তিনি আরও বলেন, ‘ভোট না দিলে আপনি সরকারের সমালোচনা করার কোন অধিকার রাখেন না। যখন আপনি ভোট দিবেন, তখন আপনি বলতে পারবেন যে কি হচ্ছে দেশে। আপনি ভোট না দিয়ে ঘরে বসে চা খাবেন, আর বলবেন কি হচ্ছে দেশে; এটার অধিকার আপনার নাই।’