শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফি লি স্তি নে গণ হ ত্যা র প্রতিবাদে জামায়াতে ইসলামীর বি ক্ষো ভ মিছিল পিতার ওপর প্রতিশোধ নিতে ফতুল্লায় শিশু পুত্রকে অপহরণ করে হত্যা বকেয়া বেতন চাওয়ায় নারী শ্রমিককে নির্যা তনের অভিযোগ সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী প্রত্যাহার আরাকান রোহীঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য গ্রেপ্তার দেশে ধ র্ষ ণে র ঘটনা বেড়ে যাওয়ার জন্য দায়ী শেখ হাসিনার প্রশাসন: আফরোজা আব্বাস বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবকদলের সং ঘ র্ষ: আহত ৭ মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি মামুন, সম্পাদক সম্রাট অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার শিশু আছিয়ার খুনিদের শাস্তির দাবিতে কাফনের কাপড় পড়ে মিছিল

নগরীতে ‘সাকুরা’ গাছ রোপণ করলেন জাপানের রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৬১ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গনে রোপন করা হয়েছে জাপানের জাপানের জাতীয় ফুল হিসেবে পরিচিত ‘চেরি’ বা ‘সাকুরা’ ফুল গাছ। তিন প্রজাতির মোট ২৯টি চেরি গাছ (ইয়োকো প্রজাতির ১০টি, কানহি প্রজাতির ৯টি এবং মিয়াবি প্রজাতির ১০টি) রোপণ করা হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাপানের রাষ্ট্রদূত ও নারুতো নগরীর ৩৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল নারায়ণগঞ্জে সফরে এসেছেন। প্রতিনিধি দলের মধ্যে জাপানের সম্মানিত রাষ্ট্রদূত ইওয়ামা কিমোনরি, নারুতো নগরীর ম্যানেজিং সুপারভাইজার কেনজি কোইজুমি, মারুহিসা কোং লিমিটেড এর চেয়ারম্যান কিমিনবু হিরাইশিসহ নারুতো নগরীর কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। নগরীতে উপস্থিত হয়ে প্রথমেই সিদ্ধিরগঞ্জ খাল, ঐতিহাসিক হাজীগঞ্জ দূর্গ, আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন পরিদর্শন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অতিথিবৃন্দ শেখ রাসেল নগর পার্ক পরিদর্শন ও মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এরপর নগড় ভবনে জাপানি গাছ কর্মসূচীতে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন মাননীয় মেয়র সেলিনা হায়াৎ আইভী। সাথে ছিলেন কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ এবং কলরব কিন্ডারগার্টেন স্কুলের ৫ জন শিক্ষার্থী।

নগরবাসীর পক্ষ হতে ১৮টি চেরি গাছ রোপণ করা হয়। অপরদিকে জাপানের পক্ষে সম্মানিত রাষ্ট্রদূত, নারুতো নগরীর প্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ সহ মোট ১১টি চেরি গাছ রোপণ করেন। জাপানের ঐতিহ্যবাহী চেরি গাছ রোপণ সমাপ্তির পর নগর ভবন সম্মুখস্থ নারায়ণগঞ্জ-নারুতো ফ্রেন্ডশীপ সিটির নিদর্শনস্বরূপ ‘নারায়ণগঞ্জ-নারুতো মৈত্রী বিপনী’ এর শুভ উদ্বোধন করা হয়।

পরবর্তীতে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ নগরীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। এরপর কাইকম সল্যুশান লি. ও বাংলাদেশ বিমান এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘মুসুবু জাপানি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র’ এর শিক্ষার্থীরা জাপান যাওয়ার ক্ষেত্রে বিমান ভাড়ায় ২০ শতাংশ ছাড়ের সুবিধা উপভোগ করবে।

পরিশেষে জাপানি প্রতিনিধিবৃন্দ মুসুবু জাপানি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। তাঁদের সফরকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আজগর হোসেন ও মো. ইসমাইল চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পরিদর্শন দলের সাথে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »