বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে অবরোধ বিরোধী মিছিল করেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সমর্থকরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে অয়ন ওসমানের কর্মী সমর্থকরা মিছিল নিয়ে চাষাঢ়া থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, টানা অবরোধ কর্মসূচীতে বিএনপি-জামাতের নেতাকর্মীরা অরাজকতা এবং অগ্নিকান্ড করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আমরা সচেতন নাগরিক হিসেবে জনগনের পাশে দাঁড়িয়ে তাদের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করতে অবস্থান নিয়েছি। আমরা কোনভাবেই জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমুর্তি এবং উন্নয়নে বাধাকারীদের ছাড় দিবো না।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আহমেদ কাউসার, শুভ রায় বাকের, শান্ত খান, শাখাওয়াত হোসেন সুমিত, আল-আমীন খান, শামীম রানা সহ আরো অনেকে।