বিএনপি ডাকা দেশব্যাপী রোববার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সাইনবোর্ড এলাকা পিকেটিং করার সময় নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবালকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এ সময় ফারুক, মোক্তার ও জহিরসহ ছয়জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।
তিনি জানান, সকাল পৌনে ৭টার দিকে ইকবাল কমিশনারের নেতৃত্বে বেশ কয়েকজন সাইনবোর্ড এলাকায় হরতালের সমর্থনে রাস্তায় পিকেটিং করছিলেন। তখন পুলিশ ধাওয়া করে কমিশনার ইকবালসহ ছয়জনকে আটক করা হয়।