পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে স্থানীয় সরকার উপ-পরিচালক মৌরিন করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মৌরিন করিম সকল ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও ফতুল্লা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ফাইজুল ইসলাম উপস্থিত ছিলেন।