বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সকল সমস্যার সমাধান আমরা বাস্তবায়ন করতে চাই: নবাগত ডিসি আর কোন গডফাদার তৈরি হতে দেওয়া হবে না : মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে কারখানায় আ-গু-ন:নিয়ন্ত্রণে ফা-য়া-র সার্ভিসের ৬ ইউনিট নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন স্বৈরশাসকের দোসররা দেশে উস্কানিমূলক কর্মকান্ড করছে: গিয়াস উদ্দিন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং টিউলিপের ভবিষ্যৎ আওয়ামী লীগের আগে বিচার হতে হবে: হাসনাত আব্দুল্লাহ ফতুল্লায় কারখানা খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত

সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চুরির আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৫৮ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ব্যাটারি চুরির আখ্যা দিয়ে গণপিটুনিতে বাবু (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ এপ্রিল) রাতে পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সোমবার (২৩ এপ্রিল) সকালে মিজমিজি পাইনাদী নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জেনেছি চুরি করার দায়ে অজ্ঞাত মানুষজন তাকে মারধর করেছে। ময়নাতদন্তের পর বাকিটা বলতে পারবো। নিহত ওই যুবক সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী জোড়া খাম্বা এলাকার মৃত ইব্রাহিম বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিজমিজি হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্নের একটি খালি বালুর মাঠে বাস পার্কিং করে রাখা হয়। সোমবার রাতে মনা নামের এক বাস মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরির অপবাদ দিয়ে নিহত যুবক বাবুকে আটক করে বেধরক মারধর করে। পরে তার বাসায় গিয়ে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।

নিহত ভিকটিম বাবুর মা ফুলমতি সাংবাদিকদের বলেন, তার ছেলেকে সোমবার রাতে মনার নেতৃত্বে কয়েকজন লোকজন মারধর করে বাসায় দিয়ে যান। পরে আজ সকালে আমার ছেলে মারা যায়। এর আগে বাস মালিক মনার পক্ষ নিয়ে লোকজন তার ছেলে বাবু বাসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন, অতিদ্রুত বাস মালিকের ব্যাটারি ফেরত দেওয়ার জন্য শাসানো হয়। তিনি আরও বলেন, আমার ছেলে ঘুমের ট্যাবলেট খেতো কিন্তু চুরি করার কোনো ঘটনা হুনি নাই। বাবু টাইলসের কাজ করতো। ঈদের পর আর কাজে যায় নাই। আমি এ ঘটনার বিচার চাই।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ভিকটিমের পরিবার এখনো থানায় আসেনি। তারা থানায় এলেই মামলা দায়ের হবে। এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »