নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে জোরপূর্বক চাঁদা আদায়কালে পরিবহন চাঁদাবাজ জাফর ও কবিরকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি টহল দল চিটাগংরোড থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ প্রায় নয়শত টাকা উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ মফিজুর রহমান ফরিদ মুন্সী (৬২) পালিয়ে যান। গ্রেফতারকৃত মো. জাফর (৪৫) সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগর এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. কবির হোসেন (৩৫) আটি ওয়াবদা কলোনীর আব্দুল হামিদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, র্যাব-১১ এর সদস্যরা সোমবার (২৩ অক্টোবর) রাতে জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকায় টহল ডিউটিরত অবস্থায় ছিলেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কিছু চাঁদাবাজ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড স্ট্যান্ডে ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সত্যতা যাচাই করে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাতেনাতে চাঁদাবাজ জাফর ও কবিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক মফিজুর রহমান ফরিদ মুন্সির নেতৃত্বে অটো রিকশার স্ট্যান্ড থেকে গাড়িচালকদের নিকট হতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিয়মিতভাবে গাড়ির ধরণ অনুযায়ী বিভিন্ন হারে চাঁদা আদায় করতো। গাড়ির চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে মারধরসহ বিভিন্নভাবে হেনস্তা করতো বলে এজাহারে উল্লেখ করা হয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) গ্রেফতার দুই চাঁদবাজকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের পর পুলিশ দুপুরেই তাদের আদালতে প্রেরণ করেন।